আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিপদান্ন হতদরিদ্র পরিবারের মাঝে কোয়েল পাখি বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা ১১ টায় ওয়ার্ল্ড কনসার্ন এর এরিয়া অফিসের সামনে এসব কোয়েল পাখি ও উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপজেলার বালিয়াতলী ও নীলগঞ্জ ইউনিয়নের ১০ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ কোয়েল পাখি ও উপকরণ বিতরন করা হয়।
জনপ্রতি কোয়েল পাখি ৭৩ টি, নারিশ খাবার ৫০ কেজি, খাবার পাত্র ২ টি, পানির পাত্র ২টি পেয়েছেন।
কোয়েল পাখি ও উপকরণ বিতরণের আগে ওই দশজনকে কোয়েল পাখি লালন পালন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে এদের হাতে কোয়েল পাখি ও উপকরণ তুলে দেন প্রধান অতিথি কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান।
এসময় সিলভেস্টার মাইকেল-প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজীব বিশ্বাস-পিও, পায়েল দাশ, নির্মল টুডু, শাকিল আহমেদ, কলাপাড়ার একমাত্র কোয়েল হ্যাসারি নূরজাহান লাইভস্টক হ্যাসারির ব্যাবস্থাপনা পরিচালক মাহাবুবুল আলম নাঈম, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
কোয়েল হ্যাসারি নূরজাহান লাইভস্টক হ্যাসারি থেকে সরবরাহ করা হয়েছে।