আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বাদুরতলী বাঁধঘাট গ্রামে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলা টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের শাহজাহান হাওলাদারের পুত্র মোঃ কাইউম হাওলাদার (২৮) দীর্ঘদিন যাবৎ এলাকায় পুলিশের সোর্স পরিচয় দানকারী একজনের ছত্রছায়ায় মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে আসছে।কিছুদিন আগে সোর্সের সাথে কাইউমের সম্পর্কের অবনতি ঘটে। ১৪ আগষ্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাদুরতলী শাহজাহান হাওলাদার এর বাড়ীর সামনে থেকে এস, আই মোঃ আবুল হোসেন, এ এস আই মোঃ তাওহীদ হোসেন ও এ এস আই জামান হোসেন যৌথ অভিযান চালিয়ে কাইউম হাওলাদারকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কাইউমের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাইউম হাওলাদার দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।