প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ
কলাপাড়ায় শিশু ও মানব পাচার রোধে গণমাধ্যামকর্মীদের মতবিনিময় সভা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় কনসরটিয়াম এর আয়োজনে শিশু ও মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদশীল সংবাদ পরিবেশনা ও প্রতিবেদন প্রস্তুতিতে করনীয় বিষয়ে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট রোববার বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া উপজেলা কমান্ড কার্যালয়ের ৩য় তলায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রবীন সাংবাদিক জীবন মন্ডল, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, এশিয়ান টিভি’র কলাপাড়া প্রতিনিধি মো. জসিম পারভেজ ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র অর্থ সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি মো. ওমর ফারুক। বক্তারা শিশু ও মানব পাচার রোধে সরকার, এনজিও সংগঠনসহ সংবাদকর্মীদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। শিশুদের জন্য প্রতিটি গনমাধ্যমে আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা, শিশু বিষয়ক ঘটনাগুলো ফলোয়াপে রাখা, আদালতে শিশু ও নারীদের জন্য আলাদা কক্ষ রাখাসহ শিশু পাচার ও শিশু অধিকার লংঘনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এসময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিটিএসসিএন সিপিডি প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.