প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২০, ৬:৩০ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় কৃষক লীগের আলোচনা ও দোয়া
আপন নিউজ রিপোর্টঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল ৪ টায় দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ও ড. শহিদুল ইসলাম বিশ্বাস।
অন্যদের মধ্যে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, সহ সভাপতি আবদুল মোতালেব হাওলাদার, পৌর কৃষকলীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দোলন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন ও সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খায়রুল তালুকদার।
অনুষ্ঠান শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করেন।
Copyright © 2024 আপন নিউজ. All rights reserved.