প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
বেনাপোলের ভবেরবেড় গ্রাম থেকে ইয়াবা সহ দম্পতি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে শুক্রবার (২১শে আগষ্ট) গভীর রাতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল ভবারবেড় গ্রামের শাহিন হোসেন (৪০) ও তার স্ত্রী সায়রা খাতুন (৩৬)।
পুলিশ জানায়, গোপন খবর আসে, ভবেরবেড় গ্রামের এক বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.