আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী শাহাবুদ্দিন গাজী তার স্ত্রী তুলি বেগম (২৩) কে ঘরের ভিতরে আটকে মারধর করা হয়েছে। পুলিশের সহযোগিতায় তুলি কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
পাষন্ড স্বামী উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের শাজাহান গাজীর ছেলে।
তুলি জানান, তার স্বামী বিভিন্ন সময় যৌতুকের টাকা দাবি করে মারধর করে আসছে।
তার সংসারে রয়েছে তানহা নামের ৪ বছর ৯ মাসের একটি মেয়ে।
সর্বশেষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে যৌতুকের দাবিতে মারধর করে ঘরের ভিতরে আটকে রাখে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে তুলির আত্মীয়-স্বজনরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালের ডা: অনুপ কুমার সরকারের চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।