প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:৩২ অপরাহ্ণ
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৪

আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেনলাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুই মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে গোল্ডেনলাইন (ঢাকা মেট্রো- ব-১৪-৮৬৭৬-) পরিবহনের বাসটি এক কিলোমিটারের মধ্যে নবীনপুর এলাকায় যেতেই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে আরোহী মোঃ জিয়াউর রহমান (৪৩) ও মিজান তালুকদার (৪২) এবং পাশে থাকা একটি অটোরিকশার দুই যাত্রী হাফেজ মাহমুদ (৩৫) ও সৌরভ মিস্ত্রী (১৪) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় রাত সোয়া আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য সৌরভ মিস্ত্রী ছাড়া বাকী তিনজনকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
Copyright © 2025 আপন নিউজ. All rights reserved.