প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
কলাপাড়ায় বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম লিপন, কেন্দ্রীয় যুবলীগের নেতা এ্যাডঃ শামীম আল সাইফুল সোহাগ, পৌর কাউন্সিলর মাহাবুব রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন।
এছাড়াও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমানউল্লাহ মাষ্টার, মহিপুর স্বেচ্ছাসেকলীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আ ফ ম বাহাউদ্দিন নাসির সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন প্রভাষক মাওলানা মো: মাসুম বিল্লাহ রুমী।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.