মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ
যশোরের বেনাপোল সাদিপুর গ্রাম থেকে শনিবার ( ২৬সেপ্টেম্বর ) দিবাগত গভীর রাতে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জুয়েল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার তেরখাদা থানার অদুত মিয়ার ছেলে জুয়েল মিয়া।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এস আই) মাসনুন, (এস আই) মাসুম বিল্লাহ ও (এ এস আই) মুরাদ সঙ্গীয় ফোর্সসহ সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।