প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ
কলাপাড়ায় এক নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ
মোসা: আতিকা (১৫) নামের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর মৃৃৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুুর ২ টার দিকে তার মৃত্যু হয়।
কি কারণে মৃত্যু হয়েছে তা পরিবার থেকে নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া হাসপাতালের কর্মরত ডা: মো. মাহমুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করলে বেরিয়ে আসবে কি কারণে মৃত্যু হয়েছে।
আতিকা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আবু জাফর হাওলদারের মেয়ে।
আতিকার মৃত্যুতে কান্নায় ভারী হয়ে যায় কলাপাড়া হাসপাতালের চত্বর।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.