প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৪:৪৬ অপরাহ্ণ
এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

খান মাইনুদ্দিন, বরিশাল অফিসঃ
৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে ফেরার পথে এডভেঞ্চার-৯এ জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি।
জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলদার (01718583154) মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। নবজাতক ও তার পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মোহম্মদ ফোরকান হাওলাদার'র 01718583154 নম্বরে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশকরেন। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.