প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ১০:৩২ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও সর্বাঙ্গহুদা গ্রাম থেকে আজ সোমবার (৫ই অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে রঘুনাথপুর গ্রামের সুমনের বাড়ি অবস্থান করছে। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তার বাড়ির রান্না ঘরের মধ্যে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, গোপন খবরে সর্বাঙ্গহুদা গ্রামের বকুলের বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় চোরাকারবারীরা বিজিবি'র উপস্থিতি জানতে পেরে কৌশলে পালিয়ে যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত গাঁজা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.