রাসেল মোল্লা, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সন্ধায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচী এ পালন করা হয়। এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।
আলোক প্রজ্জ্বলনে অংশগ্রহণকারীরা নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনে দোষীদেরসহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ -সভাপতি মহিবুল্লাহ মুহিব, সাধারণ সম্পাদক আশিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মুন্না প্রমুখ।
আলোক প্রজ্জ্বলন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন প্রদক্ষিন করেন।