মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ
কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নারী ও শিশুর প্রতি নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে শুভসংঘ উপজেলা কমিটির সভাপতি সবুজ কুমার পালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, শুভসংঘ উপজেলা কমিটির উপদেষ্টা ডাক্তার ফারজানা রশিদ শাম্মি। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কমিটির উপদেষ্টা আবু বাকার শিবলী, সাইমুন রহমান এলিট, সহসভাপতি শিব শংকর হাওলাদার, রাকিবুল হাসান রুসেল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, যুগ্ম সম্প্দক সাবিনা ইয়াসমিন, মিতু আক্তার, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ হাসান জুুয়েল, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম জাহান ইমা, সমাজ কল্যাণ সম্পাদক লিজামনি, কার্যকরী সদস্য প্রভাষক মো. হুমায়ুন কবির, কামরুল ইসলাম সোহেল, আশিষ কুÐ, মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান, জুয়েল, রাসেল, এসএম শাহিন আলম, শাহজালাল, গোলাম রাব্বানী, মো, রুবেল, বিএম শাহিন, শুভসংঘের কালেজ শাখার সভাপতি খালিদ ইবনে ওয়ালিদ, সাধারণ সম্পাদক ঋতু পাল সৈতি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সুমাইয়া আলম জেরিন, শাওন মিয়া। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতির সভাপতি উমাইর হোসেন, সহসভাপতি রাতুল, সাধারণ তৌফিক, যুগ্ম সম্পাদক রিদান, সাংগঠনিক শাওন, দপ্তর সম্পাক তামিম, কোষাধ্যক্ষ সাইফ, ছাত্রকল্যাণ সম্পাদক রাতিন, সদস্য তানভির ইসলাম ও ইয়ান মাহমুদ প্রমুখ। বক্তারা ঘটে যাওয়া ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন রোধে সামাজিক সচেতনা বৃদ্ধির ওপর তাগিদ দেন। এছাড়াও বিনা প্রয়োজনে শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধতা নিশ্চিতের কথা বলেন। বক্তারা আরো বলেন, ধর্ষক কোন দলের নয়। এরা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় নেয় মাত্র। এদেরকে চিহ্নিত করার দাবি করেন।