আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে ৪৫টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।