প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ
শার্শায় ৫৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার পাচারকারী আটক-১

যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসা এলাকা থেকে শুক্রবার (৯অক্টোবর) সকালে ৫৯৩ বোতল ফেন্সিডিল সহ আল-আমিন (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আল-আমিন শার্শার আন্দলপোতা গ্রামের মাঝারুল ইসলামের ছেলে।এসময় তার দুই সহযোগী ইব্রাহিম ও রমজান বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক দুই সহযোগী হলো, শার্শার পারইগুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দুর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান মিয়া (২৭)।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে শার্শার নিশ্চিন্তপুর এলাকার দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেন্সিডিল সহ আল-আমিনকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটক আল-আমিন সহ পলাতকদের নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.