প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ
কলাপাড়ায় সাংবাদিক চঞ্চল সাহাকে মামলার হুমকি
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি.কমে গত বৃহস্পতিবার ’চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় । অভিযোগকারীদের দেয়া তথ্য’র ভিত্তিতে নিউজটি করা হয়। ঘটনার পরের দিন ভিকটিম ডা.তনিমা পারভীন রুনার মোবাইল ফোনে কল করলে তার স্বামী কল রিসিফ করেন এবং বলেন’ তার স্ত্রী কোন কথা বলতে পারবে না । ঘটনা ঘটার সময় ডা.তনিমা পারভীন রুনার স্বামী ডা.মাহমুদ মুরশীদও উপস্থিত ছিলেন হাসপাতালে । বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনিও বলতে রাজী হয়নি ,বরং অভিযোগ বিভাগীয় প্রধানের কাছে দেয়া হয়েছে বলে দম্ভোক্তির সাথে জানিয়ে দেয়।
এ বিষয়টি শুক্রবার বিকেলে কলাপাড়া হাসপাতালের হারবাল এ্যসিসট্যান্ট মো.জহির সাংবাদিক চঞ্চল সাহা’র মুঠোফোনে কল করে আপন নিউজ পোর্টালে প্রকাশিত নিউজটির তথ্য প্রমান আছে কি-না জানতে চান। এক পর্যায়ে ডা.তনিমা পারভীন রুনা তথ্যপ্রযুক্তি আইনে মামলা করবে বলেও হুমকি দেয় । এসময় জহির একথাও বলেন’ মোহনা টিভিতেও এমন নিউজ প্রচার করা হয়েছে । তাকেও মামলায় জড়ানো হবে বলেও উল্লেখ করেন জহির ।
হুমকির বিষয়ে সত্যতা জানার জন্য শনিবার ডা.তনিমা পারভীনকে তার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিফ করেননি।
তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদারকে জানালে তিনি জহিরকে জিজ্ঞেস করলে বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
Copyright © 2024 আপন নিউজ. All rights reserved.