প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ১:১৮ অপরাহ্ণ
কলাপাড়ায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত-২

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
বঙ্গোপসাগর মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে কুয়াকাটার কাউয়ার চর গ্রাম সংলগ্ন ৫/৬ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে।
এসময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হয়। নিহত সুবজ উপজেলার ধুলাসার ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
ট্রলার মালিক বেল্লাল জানান, সোমবার সন্ধ্যায় সাত জন জেলসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। মঙ্গলবার সকালের দিকে হঠাৎ ব্রজপাতে জেলে সবুজ নিহত। আহত জেলেদের উদ্ধার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.