বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( (২১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিসংখ্যান অফিস এ অবহিতকরণ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম ছাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছগির, চরকাজল ইউনিন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বকুলবাড়িয়ার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়সহ গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply