কুয়াকাটায় অপপ্রচার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন | আপন নিউজ

সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব
কুয়াকাটায় অপপ্রচার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুয়াকাটায় অপপ্রচার ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদকঃ 

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর দুই ভাই ও পুত্র যুবলীগ নেতা মাসুদ রানা সহ ৬০ কর্মী সমর্থকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার’র সমর্থকের দায়ের করা মামলা এবং আওয়ামী লীগ প্রার্থী আ: বারেক মোল্লার নামে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। কুয়াকাটা আওয়ামী লীগের উদ্দোগে শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ’কুয়াকাটা পর্যটন এলাকার দৃশ্যমান উন্নয়ন ব্যহত করার জন্য বিএনপি, জাপা (এ) সহ বারবার রাজনৈতিক খোলস পাল্টানো, ভূমি দস্যু, স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নেয়া জগ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার মাননীয় প্রধান মন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট, মনগড়া অপপ্রচার চালাচ্ছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করার জন্য ওই কুচক্রী মহলটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন গনমাধ্যমে
অপপ্রচার অব্যাহত রেখেছে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ’নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে মহলটি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। আলোচিত ওই ভূমি দস্যু গত পৌর নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে পরাজয় বরন করেন। জাতীয় সংসদ
নির্বাচনে তিনি পটুয়াখালী-৪ আসনের জাপা (এ) মনোনীত প্রার্থী ছিল। ভূমিদস্যু আনোয়ার হাওলাদার কখনও বিএনপি, কখনও জাতীয় পার্টি করা খোলস পাল্টানো নেতা। তিনি টাকা দিয়ে বর্তমানে নির্বাচনের শেষ মুহুর্তে ভোট কেনার অপচেষ্টা করছেন।’ এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে ফোন করলে তিনি মোবাইল রিসিভ করেন নি।

সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, কুয়াকাটা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মনির আহমেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ফিরোজ সিকদার, কলাপাড়া শহর আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর মো: হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সালমা কবির, শুভ্রা চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক
নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে সংগঠন বিরোধী কর্মকান্ড ও নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধাচারন করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার অভিযোগে
কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামালকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!