সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ
নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪)। এতে স্বজনদের মাঝে উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কাঁলাচান বাইনের ছেলে কিশোর চন্দ্র বাইন (১৮) ও ননী গোপাল বাইনের ছেলে আকাশ চন্দ্র বাইন (১৪) গত ২৬ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে স্থানীয় বিশ্বাসের বাজারে যায়। ওই সময় থেকে তারা নিখোজ রয়েছে। কিশোর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণী ও আকাশ আমতলীর পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। নিখোজের পর থেকে স্বজনরা হন্য হয়ে খুজেও তাদের কোন সন্ধান পায়নি। ৫ দিনেও উদ্ধার না হওয়ায় পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় সোমবার নিখোজ কিশোর বাইনের বাবা কাঁলাচান বাইন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
আকাশের বাবা ননী গোপাল বাইন বলেন, নিখোজের ৫ দিনেও দুই ভাইকে খুঁজে পাওয়া যায়নি। নিখোজ কিশোরের মোবাইল ফোন (০১৭৭২১৯৮১৭৯) বন্ধ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই ভাইকে সন্ধানের জন্য বাংলাদেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply