বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ২৬ডিসেম্বর অনুষ্ঠিব্য চাকামইয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হাওলাদার’র উঠান বৈঠক আনিপাড়া আবাসনে ২২ ডিসেম্বর বুধবার সন্ধার পর অনুষ্ঠিত হয়েছে।
মেহেদী হাসানের সভাপতিত্বে উঠান বৈঠকে তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, কামাল হাওলাদার, আঃ লতিফ হাওলাদার, মোঃ সোহেল রানা এবং তালা মার্কার মেম্বর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হাওলাদার।
উঠান বৈঠক তালা মার্কার মেম্বর প্রার্থী বর্তমান মেম্বর রফিকুল ইসলাম বলেন, গত নির্বাচনে আপনারা আমাকে মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। মেম্বর নির্বাচিত হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করেছি।পটুয়াখালী জেলা পরিষদের অর্থানুকুল্যে খেয়াঘাটে সংস্কার পাঁকা করেছি। ১৪৬৪টি জন্মনিবন্ধন ফরমে স্বাক্ষর দিয়েছি, করোনা দুর্যোগ কালীন সময়ে আপনাদের পাশে ছিলাম। সাধ্যমত চেস্টা করেছি। আপনাদের সুখে দুঃখে সাথে আছি, থাকবো আমৃত্যু।
পাঁচ বছর পকেটে সিল প্যাড নিয়ে আপনাদের তাৎক্ষনিক সেবা দিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচী র ৪২টি, ফেয়ার কার্ড দিয়েছি। জনগনেন খাদেম হয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। ২৬ডিসেম্বর রবিবার সারাদিন তালা মার্কায় ভোট দিন।
অবাধ ও শান্তিপুর্ন নির্বাচনের দাবী করে ০৯ন্ং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হাওলাদার বিজয়ের মাসে তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
সকল ভোটারদের দোয়া সমর্থন ভালো বাসায় সিক্ত হতে চান তালা মার্কার মেম্বর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হাওলাদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply