বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের ইসলামপুর রোড এলাকায় ভাতিজার বাড়ির গাছ জোর করে কেটে ফেলেছে চাচা আ. ছত্তার মোল্লা।
চাচা’র বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আরাফ উজ্জামান অভিযোগে উল্লেখ করেন, আমার চাচা আ: ছত্তার মোল্লা আমার নিজ মালিকানাধীন জেএল নং ৬৫ খেপুপাড়া মৌজার বিএস নং খতিয়ানের ৬৬০৩ ও ৬৬০২ নং দাগের জমি অন্যায়ভাবে বেদখল করার উদ্দেশ্য আমার মালিকানাধিন বিভিন্ন প্রজাজতির গাছ যাহার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা, জোড় করে কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে সে উক্ত জমি আমার দাদা নাকি তাকে দলিল দিয়েছে বলে জানায়।
কিন্ত আমি দলিল দেখতে চাইলে আমাকে দলিল না দেখিয়ে নানা রকম হুমকী প্রদর্শণ করে ও ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে চাচা আ: ছত্তার মোল্লার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করিনি, তাই তার বক্তব্য দেওয়া যায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply