কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকা স্থাপনা নির্মান; সংবাদ সম্মেলন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক
কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে  পাকা স্থাপনা নির্মান; সংবাদ সম্মেলন

কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে  পাকা স্থাপনা নির্মান; সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় কুয়াকাটা ক্লাবের নামে লতাচাপলী মৌজার অন্তর্গত ১৩ দশমিক ৫৪ শতাংশ জমি অবৈধ দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযো পাওয়া গেছে। সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাবার অভিযোগে বুধবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেণ করেন জমির মালিকরা।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পত্র পাঠ করেন গাজী আব্বাস উদ্দিন আহম্মেদ বাচ্চু।

লিখিত অভিযোগে বলেন, বাংলাদেশের সম্বাবনাময় পর্যর্টন এলাকা কুয়াকাটা। যাহা বিশাল লতাচাপলী মৌজার অন্তর্গত। যাহাতে এস.এ ২০৮নং খতিয়ানের পত্তন মূলে মালিক রাখাইন সম্প্রদায় ইয়াছেনা মগনী ও লাথয় মগ হতে ১৩দশমিক ৫৪ একর ভূমি পত্তন মূলে মালিক ছিলেন আঃ করিম হাওলাদার। জমির মালিক আঃ করিম হাওলাদার এর লোকান্তরে তাহার ওয়ারিশগন নগদ টাকার প্রয়োজনে কলাপাড়া এস.আর অফিসের ২৬/০৫/২০১১ খ্রিঃ তারিখের রেজিঃকৃত ৪৩৫২ ও ৪৩৫৩ এবং ০৭/০৬/২০১১ তারিখের রেজিঃকৃত ৪৫৫৩/১১ নং বায়না দলিল মূলে ৮.৬৪ একর ভূমির অধিকাংশ বহায় মূল্য গ্রহন করে রেজিস্ট্রীকৃত বায়না সহ আমাদের কতিপয় ব্যক্তিকে হস্তান্তর করেন এবং বিগত ২৬/০৫/২০১১ খ্রিঃ তারিখে কলাপাড়া এস.আর অফিসে রেজিঃকৃত ১৩৪৮ ও ১৩৫০নং আমমোক্তারনামা দলিল মূলে তফসিলভুক্ত সম্পত্তি রক্ষনা-বেক্ষন, মামলা মোকদ্দমা পরিচালনা এবং ক্রয়-বিক্রয়ের জন্য মোঃ আবুল কালাম ও গাজী আব্বাস উদ্দিন আহম্মেদ’কে ওয়ারিশগন কর্তৃক আমমোক্তার নিযুক্ত করেন।

উক্ত সম্পত্তি বে-আইনী ভাবে পেশী শক্তিবলে হস্তগত করার জন্য স্থানীয় আইউব আলী শিকদার গং ওয়ারশিগনকে হয়রানী করতে থাকে। আইউব আলী শিকদার গং মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে সি.পি ৪৫২৪/২০১৮ নং লীভ-টু-আপীল দায়ের করেন। যাহাতে বিগত ০৯/০৮/২০১৮ খ্রিঃ তারিখ মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক স্থিতিতাবস্থা বজায় রাখার আদেশ বলবৎ আছে।

তদুপরি আইউব আলী শিকদার ও তাহার ভ্রাতাগন এবং আঃ মন্নান হাওলাদার ও তার ভ্রাতাগন তফসিলভুক্ত জমিতে স্থাপনা নির্মানের পায়তারায় লিপ্ত। যাহা পর্যর্টনের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে এমনি একটি প্রতিষ্ঠান কুয়াকাটা ক্লাব লিমিটেড, মহামান্য সুপ্রীম কোর্টের আদেশ অমান্য করে। কুয়াকাটা ক্লাব লিমিটেড এর সভাপতি অহিদুজ্জামান সোহেল এর নেতৃত্বে বে-আইনীভাবে জবর দখলে করে অবৈধ পাকা স্থাপনা নির্মান করতে থাকে।

এ ব্যাপারে কুয়াকাটা ক্লাব লিমিটেড এর সভাপতি অহিদুজ্জামান সোহেল বায়না সূত্রে জমির মালিকানা দাবি করে বলেন, এখানে আদালতের নিষেধজ্ঞার কথা আমার জানা নাই। আমাদের ক্লাব এখানে দীর্ঘ দিন যাবৎ স্থাপনা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। যদি তাদের জমির মালিকানা কাগজ পত্র থাকতো তাহলে আদাতের মাধ্যমে নোটিশ পাঠাতে পারতো। তা তারা না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করা রহস্য জনক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!