বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

চঞ্চল সাহা।। কলাপাড়ায় শিক্ষক হত্যা, নির্যাতন, নিপীড়ন ও উগ্রসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে নাগরিক উদ্যোগ এবং মানিকমালা খেলাঘর আসরের উদ্যোগে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ কর্মসূচী পালন করা হয়। নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার আহবায়ক ও খেলাঘর জাতীয় পরিষদের সদস্য কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.বসির আহমেদ, কলাপাড়া মহিলা ক্লাবের সহ-সভাপতি মিসেস নমিতা দত্ত, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি মিসেস মনোয়ারা বেগম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো.আবু ইউসুফ,দিবাকর সরকার, মো.আখতারুজ্জামান প্রমূখ।
বক্তারা, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকারীদের এবং স্বপন কুমার বিশ্বাস নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, নতুবা বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিবেন বলেন উল্লেখ করেন তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply