বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ের ২য় ধাপে ৬৬ গৃহহীন পরিবার দুই শতক জমি সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর বিতরণ করবেন।
উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হয়েছে এসব ঘর। সেমিপাকা প্রতিটি ঘরে থাকছে দু’টো বেডরুম, একটা রান্নাঘর, একটা বাথরুম এবং প্রশস্ত বারান্দা।
আশ্রয়ন-২ প্রকল্প থেকে এ উপজেলায় ১ম পার্যায়ে ৪৫০ টি অসহায়, দুস্থ পরিবারকে ঘর দেয়া হয়েছে। পরবর্তীতে ২য় পর্যায়ে ‘ক’ শ্রেণির ১১০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়, যা প্রধানমন্ত্রী কর্তৃক ২০ জুন ২০২১ উদ্বোধন করা হয়। এরপর ৩য় পর্যায়ে ২০৩টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। এরমধ্যে ২৬ এপ্রিল ২০২২ তারিখ ১৩৭টি ঘর বিতরন করা হয়। এরপর ২১ জুলাই বাকী ৬৬টি ঘর বিতরন করা হচ্ছে। এনিয়ে কলাপাড়ায় ৭৬৩ জন গৃহহীন, দুস্থ পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল।
এদিকে মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের নিয়ে প্রেসব্রিফিং করেন।
এসময় তিঁনি দাবী করেন আগামী ডিসেম্বর ২০২২ এর মধ্যেই কলাপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এসময় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply