শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী নিলামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি নেতা গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, ভেঙ্গে ফেলা বাড়ির ইট এবং রড স্পট নিলাম দেয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দুই লাখ ৬৫ হাজার টাকায় আবদুল জলিল নামে এক ব্যক্তি এসব মালামাল কিনে নেন।
উল্লেখ্য, মঙ্গলবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়। সরকারি জমি ইজারা নিয়ে ইজারা নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দি ভিটার জমিতে তিনি পাকা দ্বিতীয় বাড়ি নির্মাণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply