শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিনের দেয়া তালিকায় আওয়ামীলীগ মতাদর্শী শিক্ষকদের তদারতি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উত্তর ঝাড়াখালী গ্রামের মাহাবুব আলম তুহিন অভিযোগ করেন আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়ন করতেই উপজেলা শিক্ষা অফিসার আল আমিন এমন কর্মকান্ড করেছেন। দ্রুত এ তদারকি কর্মকর্তাসহ শিক্ষা অফিসারের অপসারণ ও শাস্তির দাবী করেছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, তালতলী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের সরকার নির্ধারিত মুল্যে চাল বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৭ ইউনিয়নে ১৫ তদারকি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। ওই ১৫ জনের মধ্যে চারজন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্র্তা। অপর ১১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত সেপ্টেম্বর মাসে তালতলী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল আমিন ১১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তদারকি কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছেন এমন দাবী মাহাবুব আলম তুহিনের। ওই ১১ জন শিক্ষকের মধ্যে জাহাঙ্গির কবির, বিনয় কৃষ্ণ ঢালী, প্রশান্ত কুমার কির্ত্তনীয়া, মোঃ কামাল উদ্দিন, আব্দুস সালাম, আব্দুর রহিম আওয়ামীলীগ মতাদর্শী। ওই ছয়জন শিক্ষক পরিবার আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা অফিসার আল আমিন আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়ন ও চাল বিতরন কার্যক্রমে ব্যহত করতেই ওই ছয়জন শিক্ষককে তদারকি কর্মকর্তা নিয়োগের তালিকায় সুপারিশ করেছেন। গত ১৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা তাদের তদারকি কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। এতে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিক্রয়ে অনিয়ম হওয়ার আশঙ্কা করেছেন ভুক্তভোগীরা। দ্রæত ওই ছয় শিক্ষক তদারকি কর্মকর্তা ও শিক্ষা অফিসার আল আমিনকে অপসারণের দাবী করেছেন ভুক্তভোগীরা।
উত্তর ঝাড়াখালী গ্রামের মাহাবুব আলম তুহিন বলেন, শিক্ষা অফিসার আল আমিন আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়ন করতেই খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিক্রির তদারকি কর্মকর্তা নিয়োগে ছয় আওয়ামীলীগ পরিবারের শিক্ষকদের সুপারিশ করেছেন। দ্রুত ছয় তদারকি কর্মকর্তা ও আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়নকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আল আমিনের অপসারণ ও শাস্তি দাবী করছেন তিনি।
তালতলী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আল আমিন খাদ্য বান্ধব কর্মসুচীর তদারকি কর্মকর্তা নিয়োগে তালিকা দেয়ার কথা অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিক্ষকদের তালিকা দেয়া হয়েছে। ওই তালিকা থেকে ইউএনও তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়ে আমাকে অবহিত করেছেন।
তালতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান অসিম বলেন, বিষয়টিতে আমি বিব্রতকর। আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়নে এমন কাজ যিনি করছেন তার শাস্তি হওয়া প্রয়োজন।
তালতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিদায় নিলেও প্রশাসনে তার দোসররা এখনো বিদ্যমান। আওয়ামীলীগ এজেন্ডা বাস্তবায়ন করতেই এমন কাজ করা হয়েছে।
তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহীদুল হক বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসরদের এমন কাজ মেনে নেয়া যায় না। ওই তদারকি কর্মকর্তাদের অপসারণ করে নতুন করে তদারকি কর্মকতা দেয়ার দাবী জানান তিনি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply