
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারার আমিরাবাদ বাজারে আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড এর আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় পাখিমারার আমিরাবাদ বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মোশাররফ (ব্যবস্থাপক, AIBL আলীপুর ও আমিরাবাদ শাখা কলাপাড়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া সিনিয়র মাদ্রাসা পল্লীবিদ্যুৎ কলাপাড়ার ডিজিএম প্রকৌশলী শহিদুল ইসলাম, খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগ অধ্যাপক সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ বাবু নির্মলেন্দু ঠাকুর, বর্তমান ইউনিয়ন আওয়ামী লিগের সিনিয়র রাজনীতিবিদ ও সাবেক পাখিমারা বাজার কমিটির সভাপতি আবদুল ওহাব হাওলাদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ,
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া থানার এস আই দাউদুল আলম, কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা রফিকুল ইসলাম সরওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান আইয়ুব (এজেন্ট ও পরিচালক,আল আরাফাহ ইসলামি ব্যাংক আমিরাবাদ,পাখিমারা বাজার শাখা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহতারাম রফিকুল ইসলাম সরওয়ারী(খতিব কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ)
আলোচনা সভা সঞ্চালনা করেন মশিউর রহমান তানিম ( ছাত্র,লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়,পাঞ্জাব,ভারত)।
পবিত্র কুরআন তিলওয়াত করেন হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিল( খতিব আমিরাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ)।
Leave a Reply