রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

রিপোর্টঃ-মাইনুদ্দিন আল আতিকঃ
সৃজন সাহিত্য সংগঠন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোহাম্মদ মোনাব্বির আহমেদ তনন-এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি মোসলেহ উদ্দীন আহমেদ, ডক্টর আলহাজ্ব শরীফ সাকি, কবি গুল আফরোজ আহমেদ, কবি ইশতিয়াক হোসেন, কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি ফেরদৌসী আকতার নদী প্রমুখ।
এসময় বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ তুলে তনন হত্যার সঠিক বিচার ও দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ ও এমন হত্যাকাণ্ড বন্ধের জোরালো পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো সহ সকল কবি, সংগঠককে সোচ্চার হতে জোরালো আহ্বান জানান।
এছাড়া বক্তারা অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কবি-সাহিত্যিকদের মধ্যে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, দেশের প্রত্যেক অংশ হতে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তুলতে হবে।
পরে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply