রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট-রাসেল মোল্লাঃ
কলাপাড়ায় কৃষকদের ন্যায্যমূল্য আদায়ের লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নবেম্বর বুধবার সকাল ১১ টায় কৃষক সমাবেশের আয়োজন করেন কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা নামক একটি সামাজিক সংগঠন।
প্রকৃত মাঠের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, খোদ কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়, ¯øুইস গেট ব্যাবস্থাপনায় কৃষকদের স্বার্থ সংরক্ষল করা এবং ভূমিদস্যুদের দৌরাত্ম বন্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করাহয়।
সমাবেশে বক্তাব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম,আহবায়ক,বাংলাদেশ কৃষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখা, কবির হোসেন, কৃষক টিয়াখালী ইউনিয়ন, জাকির হোসেন,কষক ও সংগঠক কুমিরমারা, জি.এম. মাহবুবুর রহমান, আহবায়ক কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সভাপতি,কলাপাড়া প্রেসক্লাব, নাসির তালুকদার,আহবায়ক,নাগরিক উদ্যোগ ও প্রগতি পাঠাগার,বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী প্রমুখ।
বক্তারা বলেন চাল, ডাল, আলু, ক্রয় করতে গেলে আমাদের কে ৪০ কেজিতে এক মন ধরে কিনতে হয় অথচ ধান বিক্রি করতে গেলে অসাধু ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে ৪৬ কেজি হারে মন ধরে ধান ক্রয় করেন। সরকারের কাছে জোর অনুরোধ জানিয়ে ৩০ টাকা কেজি ধানের দর করার আহবান করেন কলাপাড়ার কৃষকরা। সমাবেশ শেষে কৃষকরা র্যালী করে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply