
আপন নিউজ রিপোর্টঃ
কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না মিয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলদার, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মঞ্জুরুল আলম, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারন সম্পাদক সহ জেলা, কলাপাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।
কুয়াকাটা আওয়ামী লীগের তৃণমূল ভোটারে আ: বারেক মোল্লা সহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর আলম টিটো ও সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম হাওলাদারের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানো হবে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর জানিয়েছেন।
Leave a Reply