
আপন নিউজ রিপোর্টঃ
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোঃ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, মো. আল আমিন হাওলাদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ সহ নেতৃবৃন্দ।
Leave a Reply