রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ডিসেম্বর) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পটুয়াখালী জেলা আহ্বায়ক এ.কে.এম শফিকুল ইসলাম (ভিপি শাহীন) ও সদস্য সচিব মোঃ শাহ আলম তালুকদারের স্বাক্ষরকৃত এক প্রিস লিষ্টটে মো. জাকির হোসেন ফকির কে আহ্বায়ক ও মো. ফকরুল আলম হাওলদার কে সদস্য সচিব করে মোট ৪১ বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
ওই কমিটিতে অন্যান্যরা হলেন, কাজী মোঃ রুহুল আমিন, মো. রাজা গাজী, মো. রিমন মাতব্বর, মো. মহসিন হাওলাদার, মো. শামীম ফরাজী, মো. নাজমুল মুসুল্লী, মো. কালাম হাওলদার, মো. হাসান হাওলদার, মো. নুর সাঈদ খান, মো. খলিল মল্লিক, মো.আমিন তালুকদার, মো. আলম মোল্লা, মো. দুলাল মেলকার, মো.আরিফুর রহমান তালুকদার কে যুগ্ন আহবায়ক ও মো. সুমন সিকদার, মো. আলম সিকদার, মো. বাহাদুর (জজ), মো.শামিম মাতুব্বর, মো. সোবাহান মিয়া, মো. ছালাম মাঝী, মো.নজরুল ইসলাম, শাহিন ফকির, মো. এনায়েত বিশ্বাস, মো. মনিরুল ইসলাম, মো. নাসির সিকদার, মো. কাজী অলিউল্লাহ, মো. শাহিন খান, মো. ইকবাল চৌকিদার, মো. মাহবুব আলম, মো. রিপন মাঝী, কাশেম মৃধা, মো.সেলিম হাওলাদার, মো. শাহজাহান, মো. মাহবুব ফরাজী, মো.মাহতাব, মো. বশার ফকির, মো. মাসুম হাওলাদার, মো. শামসুল হক মোল্লা ও মো. বায়জীদ কে সদস্য করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply