
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ায় নিজের জমিতে দোকান ঘর তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক মো. মজিবর হাওলদার (৫৫)। তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটার ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত মজিবর হাওলদার জানান, ঘটনার দিনে নিজের জমিতে দোকান তোলার জন্য বাজারে লোহা আনতে যায় এমন সময় স্থানীয় রাজ্জাক হাওলাদার, জাহিদ (১৮), জসিম (৩৫), হাসান (৩০), খালেক চকিদার (৬০), মন্টু (৪৫) আলমগীর, ফারুক হাওলাদার সহ ১০/১২ জন ইসলামপুর বাজারে অতর্কিত হামলা করে আহত করে। এর আগে আসামিরা দোকান ঘর তুলতে বাধা প্রদান করেছিল।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান আপন নিউজ’কে বলেন, ঘটনা শুনেছি পুলিশ পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply