সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

আপন নিউজ রিপোর্টঃ
আগামী ২৮ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলা ডালবুগঞ্জ ইউনিয়ন নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার।
বুধবার আওয়ামীলীগের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ দেলওয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীরমুক্তিযুদ্ধা আঃ মোতালেব তালুকদার ,চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. নাসির উদ্দিন, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন, ডালবুগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হায়দার ফকির, সাধারন সম্পাদক মো. জসিম আকন, সহ-সভাপতি মো.মাহমুদুল হাসান প্রমুখ। এর আগে উপজেলা নির্বাচন কার্যালয়ে দলে দলে আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাজির হতে থাকে। আগামি ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩ ফেব্রুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। বাছাই ৪ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
উল্লেখ্য ২৭ নভেম্বর উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার মারা যাওয়ায় চেয়ারম্যান পদ শূণ্য হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply