সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ
ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার ৭৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঘোড়া প্রতীকের প্রার্থী ওয়ালী উল্লাহ নান্নু সিকদার ১৫০১ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে ডালবুগঞ্জ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের এ উপ-নির্বাচনে বিএনপি সহ মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী অংশ গ্রহন করে।
প্রসংগত, ২৭ নভেম্বর ২০২০ ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম সিকদার’র মৃত্যুতে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারী উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply