
রাসেল মোল্লাঃ
কলাপাড়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উওরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্ততে আনন্দ উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ৩টায় কলাপাড়া থানা কম্লেক্স চত্বরে এ আনন্দ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী, উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব তালুকদার, পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ড.শহিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে অনুষ্ঠান সমপ্ত করা হয়।
Leave a Reply