
কলাপাড়ায় চাঁদার দাবিতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের অভিযোগ
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে চাঁদা দাবিতে বসতবাড়িতে স্থানীয় শিমুল তালুকদার, ছেলে জিয়াদ তালুকদার ও এদের সন্ত্রাসী বাহিনীর হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় উত্তেজিত স্থানীয়রা হামলাকারীদের আটক করে পুলিশে দিলে পুলিশ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেকুল ইসলাম খান ও স্থানীয় যুবলীগ নেতা আবদুল হক মৃধার কাছে জিম্মায় রেখে পুলিশ চলে আসে।
কয়েকজন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মো.শহীদ প্যাদা (৪৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
সোমবার বিকেলে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
আহত দিনমজুরি মো.শহিদ জানান, থাকার জন্য একটি ঘর চলছিল। ওই ঘর তুলতে গেলে শিমুল তালুকদার ও তার ছেলে জিয়াদ তালুকদার দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না দেওয়ায় বাপ ছেলে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমাদের উপর হামলা করেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, ঘর তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কোনো লেখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।
Leave a Reply