বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি টেবিল প্রদান করেছেন। ৮ সেপ্টেম্বর সোমবার চেয়ারম্যান’র এর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাংবাদিক জুলহাস মোল্লা কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক মো: নূরুল আমিন এর কাছে টেবিলটি হস্তান্তর করেন। এ সময় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ মশিউর রহমান শিমু টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ইতিপূর্বে এলাকার অনেক গরীব দু:খী মেহসতী মানুষকে বিভিন্ন সময় সাহার্য্য সহযোগিতা করে আসছেন এবং এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। তার সাহার্য্য সহযোগিতা ও অনুদান পেয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষভাবে উপকৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এবটি টেবিল প্রদান করা হয়েছে বলে তাঁর ব্যক্তিগত সহকারী মো: জুলহাস মোল্লা জানান।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন বলেন, চেয়ারম্যানের কাছ থেকে একটি টেবিল উপহার পেয়ে আমরা আনন্দিত। তার এ অনুদান কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের নিউজ লেখার ক্ষেত্রে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply