কলাপাড়ায় পাউবো’র বেড়িবাঁধ কেটে নেয়া হচ্ছে প্রভাবশালী মালিকের ইটভাটায় | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক
কলাপাড়ায় পাউবো’র বেড়িবাঁধ কেটে নেয়া হচ্ছে প্রভাবশালী মালিকের ইটভাটায়

কলাপাড়ায় পাউবো’র বেড়িবাঁধ কেটে নেয়া হচ্ছে প্রভাবশালী মালিকের ইটভাটায়

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বন্যা নিয়ন্ত্রন বেড়িবাঁধ কেটে বেড়িবাঁধের মাটি নেয়া হচ্ছে

প্রভাবশালী এক ইট ভাটা মালিকের ভাটায়। যা দিয়ে ইট তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এতে আন্ধারমানিক নদী তীরবর্তী পায়রা

বন্দর সংলগ্ন পাউবো’র বন্যা নিয়ন্ত্রন বাঁধের ৫০০-৬০০ ফিট স্লোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্নিঝড় জাওয়াদ’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার বৃষ্টির মধ্যে এভাবে বেড়িবাঁধের স্লোভ কেটে মাটি সরিয়ে ফেলায় বাঁধ ধ্বসের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র জানায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম এলাকায় আন্ধারমানিক নদী তীরবর্তী পাউবো’র বন্যা নিয়ন্ত্রন বাঁধ, পোল্ডার নম্বর ৪৩/১বি’র কান্ট্রি সাইডে গড়ে তোলা হয়েছে সোহাগ ব্রিক্স নামের একটি ইট ভাটা। বাঁধের রিভার সাইডে স্থাপন করা হয় নিজস্ব স্বমিল। সম্প্রতি বন্দর
ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী তার মালিকানাধীন এ ইট ভাটার রিভার সাইড থেকে স্বমিল স্থানান্তর করে বেড়িবাঁধ ঘেষে স্থাপন করেন শ্রমিকদের বিশ্রাম শেড। এছাড়া বন্যা নিয়ন্ত্রন বেড়িবাঁধ কেটে বেড়িবাঁধের মাটি ভাটায় ইট তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যাতে মূল বাঁধের ৫০০-৬০০ ফিট স্লোভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বেড়িবাঁধের স্লোভ কেটে মাটি সরিয়ে ফেলায় বর্ষায় মাটি নরম হয়ে বাঁধ ধ্বসের শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে সোহাগ ব্রিক্স’র সত্ত্বাধিকারী নুরুল হক মুন্সী বলেন, বেড়িবাঁধের মাটি কাটা হয়নি। বাঁধের প্রস্থ, উচ্চতা, স্লোভ সব ঠিক আছে। তার দাবী বাঁধ ঘেষে ব্রিক্স’র স্বমিল ও ৫০ হাজার মাটি রাখা ছিল, যা সরিয়ে ফেলা হয়েছে।

পাউবো’র কলাপাড়া অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক বলেন, বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানলাম। আপনি আমার হোয়াট্স অ্যাপে সংশ্লিষ্ট ছবি পাঠান। যা দেখে এবং সরেজমিন গিয়ে তথ্য, প্রমান যাচাই করে বাঁধের স্লোভ কাটার সত্যতা পাওয়া গেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ধারা ১৫ অনুয়ায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!