বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে রং বেরংয়ের ২২০টি নৌকা স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে। সোমবার (২১ মার্চ) বেলা ১০.৪২ মিনিটে দেশের বৃহত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১১.১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।
এসময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। নৌকায় গান পরিবশেনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এসময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারন করতে দেখা যায়।
এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধ করে রাখা হয়। এর মধ্যে ১ শ‘ নৌকা ছিলো পালতোলা, ১শ‘ নৌকায় ছিলো প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন এবং বাকি ২০ টি নৌকায় ছিলো নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ৪ জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেছে।
উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply