বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

চঞ্চল সাহা, আপন নিউজ অফিস।।কলাপাড়ায় রামনাবাদ চ্যানেলের শেরে বাংলা নৌঘাটি থেকে অন্ততঃ ৯৫০ মিটার পূর্ব দিকে সাগর থেকে অবৈধ প্রবেশকারী ১৬ জন ভারতীয় জেলে সহ ’ত্রিপুরা সুন্দরী ’নামের একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। মঙ্গলবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী শেওে বাংলা নৌঘাটিতে তাদের নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মংলা থানার গোমতী বিএনএস চীফ ইএ মো.রিয়াজ হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃত জেলেরা হলো হরলাল দাস, বিটিশ দাস,পংকজ দাস, রাজা দাস, স্বপন দাস, জগবন্ধু দাস, আপন দাস, হৃদয় দাস, দিপক দাস, সুনিল দাস, জয়হরি দাস, সত্যলাল দাস, রঞ্জিত দাস, গাপাল দাস, হরিদাস ও সমির দাস।
এদের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চরথানা কল্যানী এলাকায়।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, কলাপাড়া থানায় এখনো পর্যন্ত জেলেদের সোর্পদ করেনি। তবে ভারতীয় ১৬ জেলে আটকের কথা শুনেছি বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply