বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কুয়াকাটার মম্বিপাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে মনিন্দ্রনাথ গয়ালী (মাইজ্জা) এর বাড়িতে সুরঙ্গ খুড়েঁ ৪ মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ডুকে ঘুমন্ত মনিন্দ্রনাথ গয়ালী, তার ছেলে মৃনাল গয়ালীকে হাত পা বেধে মারধর করে কানের দুলসহ দুই ভরি স্বর্ণ ও নগত টাকা নিয়ে গেছে। এসময় দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হয় মনিন্দ্র নাথ ও তার ছেলে মৃনাল গয়ালী। আহতদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মহিপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মনিন্দ্রনাথ গয়ালির ভাতিজা সুখদেব গয়ালি জানান, দুইটার দিকে ঘরে সুরঙ্গ করে ঘরের ভিতরে ৪ জন দুর্বৃত্ত প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় হাতমুখ বেধেঁ মনীন্দ্রনাথ গয়ালী ও তার ছেলে মৃনাল গয়ালীকে ধাতব কোন বস্তু দিয়ে গুরুতর জখম ও মারধর করে। দূর্বৃত্তরা পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে স্বর্ণের চেইন, আংটি,কানের দুলসহ প্রায় দুই ভরি স্বর্ণ ও নগদ ৫৫০০ টাকা নিয়ে যায়।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এটি একটি চুরির ঘটনা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply