বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের এক মাদ্রাসা ছাত্র’র থেকে উপবৃত্তি প্রদান ও সহায়তার নামে বিকাশ প্রতারণার মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
প্রতারণার শিকার ইউনিয়নের রজপাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন পারভেজ (১৭) বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের কর্মকর্তা পরিচয়ে 01615741659 এ নাম্বার থেকে ফোন করে আমার বোনের নাম বলে উপবৃত্তির প্রদানের জন্য কিছু তথ্য জানতে চায়।
উপবৃত্তি প্রদানের জন্য তথ্য নিশ্চিত করতে তার বোনের শিক্ষা প্রতিষ্ঠানের ও নাম বলে তার কাছে মোবাইল ফোন দিতে জানায় কথিত কর্মকর্তা।
ইসমাইল হোসেন পারভেজ সরল বিশ্বাসে কথিত কর্মকর্তার কথা মতে (ছদ্মনাম) মোবাইল ফোন দিলে তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জন্মনিবন্ধন নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার প্রকাশ করে তা সঠিক হয়েছে কি না জানতে চায়। পরে তার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠায়। এসএমএস দেখা বিষয়টি না বুঝে টাকা পাওয়ার কথা স্বীকার করেলে দ্রুত টাকাগুলো উত্তোলনের জন্য একটি বিকাশের দোকান যাওয়ার কথা বলে কথিত কর্মকর্তা।
কথিত কর্মকর্তা প্রতারক বিকাশের দোকানে গেলে প্রতারক নিজের মোবাইলে ২০ হাজার টাকা ক্যাশ ইন করতে বলেন। তার কথা মত মাদ্রাসার ছাত্র ইসমাইল হোসেন পারভেজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার নাহিদ ট্রেডার্স নামে একটি পরিচিত বিকাশের দোকানে গেলে প্রতারক নিজের মোবাইলে ২০ হাজার টাকা ক্যাশ ইন করে।
এবং সাথে সাথে বিকাশের দোকান থেকে ২০হাজার টাকা সহ ৩৪ হাজার ২০ টাকা নিয়ে নিতে জানিয়ে কল কেটে দেয়। এরপর থেকে কথিত কর্মকর্তা প্রতারকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে নাহিদ ট্রেডার্স’র স্বত্বাধিকারী দরিদ্র ভুক্তভোগী পরিবারের প্রতি তার ২০ হাজার টাকার জন্য চাপ সৃষ্টি করলে ইজ্জতের ভয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ করে পরিশোধ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply