মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা ১১ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের দাশের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার ধানখালী ইউনিয়নের দাশের হাওলা গ্রামের কবির গাজী’র স্ত্রী হালিমা বেগম (৪০) জানান, আপন ভাই ও মামা’র সাথে জমিজমা বিরোধ রয়েছে, রোববার সকালে তার বাড়ির গাছ কাটতে বাধা দেওয়া আপন ভাই সত্তর গাজী, রবিউল গাজী, মামা কবির গাজী, ভাইয়ের ছেলে সানি গাজী ও সজল গাজী এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তারা ঘরে ঢুকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি জানান। পরে তার বোন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply