মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় ডিম ব্যবসায়ীদের প্রতি ইজারাদারদের চাপ ক্রমান্বয়ে বেড়ে চলেছে । ডিম প্রতি ১ টাকা করে খাজনা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয় হয়। ইজারাদারদের এ অত্যাচার থেকে রেহাই পেতে স্থানীয় ডিম ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন।
ডিম ব্যবসায়ীরা জানান, তারা অন্যান্য ব্যবসার সাথে হাঁস-মুরগীর ডিম বিক্রি করে আসছেন। ডিমের জন্য কোথাও কোন আলাদা খাজনা দিতে হয় তা তারা কোন দিন শোনেননি। সম্পীতি নাঈম নামে খাজনা আদায়কারী এক ব্যাক্তি প্রতি পিস ডিমে এক টাকা এবং প্রতিপিস মুরগীতে পাঁচ টাকা করে দাবী করে আসছে। ব্যবসায়ীরা জানান, একটি ডিমে এক টাকার বেশী লাভ করা যায় না। তার উপর নষ্ট কিংবা ভেঙ্গেও যায় । এত কিছুর পর ডিম প্রতি এক টাকা করে খাজনা দিতে হলে এ ব্যবসা বন্ধ করা ছাড়া কোন উপায় থাকবে না। ব্যবসায়ীরা বলেন’ বর্তমানে দ্রব্যমূল্যর এ উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে । তারমধ্যে ডিমের বাড়তি খাজনা দেয়া বিড়ম্বনা কিংবা ব্যবসায়ীদের হয়রানি ছাড়া কিছুই না।
এব্যাপারে আ.মান্নান নামে এক ডিম ব্যবসায়ী জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়ায় সরেজমিনে এসে সে ডিমের খাজনা বন্ধ করে দেয় ।
এদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন’ ইজারাদাররা ক্ষমতাসীন দলের লোক বিধায় ,কলাপাড়ায় খাজনা আদায়ের নিয়ম-কানুন মানা হচ্ছে না। যে যেরকম পারে সে সেরকম জোর -জুলুম করে খাজনা উঠিয়ে যাচ্ছে। এতে অনেক কৃষক ভয়ে কলাপাড়া পৌর এলাকায় পন্যসামগ্রী নিয়ে আসেন না।
এ ব্যাপারে অভিযুক্ত খাজনা আদায়কারী নাঈম এর বক্তব্য নিতে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে ইজারাদার ছালাম সর্দার বলেন, বিষয়টি ফয়সালা করে দিচ্ছি ,কোন সমস্যা হবে না বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply