মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মোঃ জুলহাস মোল্লাঃ শনিবার (২৪ জুন) পটুয়াখালী যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ , পৌর যুবলীগের আয়োজনে ২৩ই জুন (শুক্রবার) বিকাল ৩টায় শেখ কামাল অডিটরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড.শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ অতিথি উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এম.এ নয়া মিয়া নয়ন।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে তামিমা বিথী, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান রিমু, যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, উপজেলা যুবলীগের আল মামুন আজিম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রকি, বালিয়াতলী যুবলীগের নেতা হীরা হাওলাদার, লালুয়া ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক মোঃ রফিক গাজী, টিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মাষ্টার, চাকামইয়া যুবলীগের সভাপতি আল আমিন তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
সভা সঞ্চালনায় করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাঈদ।
এসময় কলাপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply