সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে সরকারি চলাচলের রাস্তা দখল করে রাস্তায় গাছ রোপন করে চলাচলের পথে বাধার সৃষ্টি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় লোন্দা গ্রামের মোঃ রাকিব পাহলান কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, কলাপাড়া উপজেলাধীন ৭৩ নং জে, এল লোন্দা মৌজার ১নং খাস খতিয়ানের ভূমি যাহা মধ্য লোন্দা গ্রামের সের আলী মৃধা বাড়ার দক্ষিণ পাশ দিয়ে নাছের পাহলান এর বাড়া হইতে সুলতান মৃধার বাড়ী পর্যন্ত একটি রাস্তা বিগত ২০ বছর পূর্বে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্মিত হয়। ওই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ এলাকার লোকজন আসা যাওয়া করে থাকে। স্থানীয় মো: কবির মৃধা, মো: হাসান পাহলান, মো: নাছের পাহলান, মোঃ রিপন পাহলান গায়ের জোরে ওই রাস্তা জবর দখল করার উদ্দেশ্যে ইতিপূর্বে ওই রাস্তায় গাছ রোপন করে চলাচলের পথে বাধার সৃষ্টি করে থাকে, এ বিষয় নিয়ে ইতিপূর্বে বহুবার শালিস ব্যবস্থা হইলেও তারা অমান্য করে গায়ের জোরে জবর দখল করছে। ঘটনার দিন বিবাদীরা সহ তাহাদের দলীয় লোকজন রাস্তা নয়াপাহলান এর বাড়ীর পাশ দিয়ে জোরপূর্বক প্রায় ১০ হাত লম্বা রাস্তা কেটে নাল জমির সাথে সামিল করছে।
তিনি আরো বলেন, আমি সহ সাক্ষীরা তাহাতে প্রতিবাদ করায় বিবাদীরা আমাদেরকে মারধর সহ খুন জখমের হুমকি ধামকি দিয়ে আমাদের ক্ষতি সাধন করার জন্য গভীর ষড়যন্ত্র করে আসছে। বিবাদীরা বর্তমানে খুবই উত্তেজীত বিবাদীগণ দ্বারা তফছিল বর্নিত রাস্তা কাটা নিয়ে যে কোন মূহুর্তে খুন সহ মারাত্মক দুর্ঘটনা ঘটিতে পারে এবং আশংকা আছে। বিবাদীগণ দ্বারা উক্ত রাস্তা কর্তন করায় এলাকার লোকজন চলাচল করতে অতি কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাদা পারভেজ টিনু মৃধা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply