সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় ’খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন উপজেলা জামায়াতের সাবেক আমির খান মো.আবদুল খালেক ফারুকী । সোমবার সকাল ১০ টার দিকে ওই কলেজের অধ্যক্ষ মোল্লা লিয়াকত আলীর অবসরকালীন বিদায়ী অনুষ্ঠান শেষে নতুুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন নরমসবœর খালেক ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এ সময় কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের গনিত বিষয়ের প্রভাষক মো.মোজাম্মেল হক জানান, মো.খালেক ফারুকী জ্যেষ্ঠতার ভিত্তিতেই অধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন। তবে তাঁর মেয়াদকাল পাঁচ মাস বলে তিনি উল্লেখ করেন।
এদিকে,একই কলেজের অপর এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর বিরুদ্ধে নাশকতার মামলাও ছিল। এক সময় সে জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ বিষয়ে অধ্যক্ষ খালেক ফারুকীর সাথে তাঁর বক্তব্যর জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply